পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলাকেটে হত্যা

0
123

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের স্ত্রী।

গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান স্থানীয় মৌলভী সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। গত ১৬ নভেম্বর দুপুরে খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়াতে যান। সেই সময় তার স্ত্রী বাড়িতেই ছিলেন। পরে সন্ধ্যায় প্রতিবেশী এক নারী ঘরে ঢুকে গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম সাংবাদিকদের জানায়, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
১. মসজিদের ইমামের স্ত্রীকে গলাকেটে হত্যা
– https://tinyurl.com/2s3vvjpu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদক কারবারে বাধা: মা ও ভাইকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধপাকিস্তানি পুলিশের ব্যাপক নির্যাতনের শিকার আফগান শরণার্থীরা