
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করে রায়কে স্বাগত জানিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন অঞ্চলে উল্লাস ছড়িয়ে পড়ে।
ফরিদপুর: প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন। জেলা জামায়াতের পক্ষ থেকেও রায়কে স্বাগত জানিয়ে মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল বের হয়।
রাজশাহী: নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিষ্টি বিতরণ করেছে।
সিলেট: কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
কিশোরগঞ্জ: ভৈরবে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃত্বে ভৈরব শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা: শ্রীপুর উপজেলায় বিএনপির আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। এদিন বিকেল ৫টায় মাগুরা জেলা শ্রীপুর উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের মানুষ আনন্দ মিছিল বের করে।
নাটোর: শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করা হয়।
বাগেরহাট: মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মিষ্টি বিতরণ করা হয়। এসময় তাদের মধ্যে উল্লাস করতে দেখা গছে।
বেরোবি: শহিদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবিতে) শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। এদিন বিকেলে আবু সাঈদ গেইট থেকে আনন্দ মিছিল বের হয়ে প্রধান ফটকে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন৷
এছাড়াও দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
তথ্যসূত্র:
১. জেলায় জেলায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল
– https://tinyurl.com/37a3whhf


