মানবিক সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক শর্ত জুড়ে দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাসমূহ: মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ

0
214

আফগান ইস্যুতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীর অনুসৃত ডাবল স্ট্যান্ডার্ড নীতির আবারও সমালোচনা করেছেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। ১৮ নভেম্বর সেক্টরাল মন্ত্রণালয় ও জাতিসংঘের সংস্থাসমূহের মধ্যকার পঞ্চম সমন্বয় সভায় তিনি এই অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, আফগান জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক অবস্থান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। মানবিক সহায়তার উপর রাজনৈতিক শর্ত জুড়ে দেয়ার বিষয়টিতে তিনি সমালোচনা করেন। তিনি বলেন, এই ধরনের নীতি আফগান নাগরিকদের উপর ক্ষতিকর ও সুদূরপ্রসারী প্রভাব তৈরি করেছে। আফগানিস্তানের জরুরি চাহিদা পূরণে আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যর্থ হয়েছে। ।

তিনি জোর দিয়ে বলেন, শরণার্থী প্রত্যাবাসন, মাদকাসক্তদের চিকিৎসা, দারিদ্র্য হ্রাস, জলবায়ু সমস্যা মোকাবেলা প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এছাড়া ইতোপূর্বে আফিম চাষের উপর নির্ভরশীল কৃষকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেছে এই সরকার। দেশের সীমিত সম্পদের মধ্যেও তালিবান প্রশাসনের সফলতা তিনি সভায় উপস্থাপন করেন।

জাতিসংঘের সমন্বয় কাঠামো প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে আফগানিস্তানের বৃহত্তর সহযোগিতার প্রয়োজন, সেখানে ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাদের প্রায় সময়ই আনুষ্ঠানিক বৈঠক হতে বাদ দেয়া হচ্ছে।


তথ্যসূত্র:
1. Muttaqi accuses international community of double standards in Afghanistan engagement
– https://www.ariananews.af/muttaqi-accuses-international-community-of-double-standards-in-afghanistan-engagement/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে পালাতুনি বাঁধ নির্মাণ প্রকল্প, নির্মাণ কাজের সামগ্রিক অগ্রগতি ২৪ শতাংশ
পরবর্তী নিবন্ধনতুন পোশাকে পুরোনো রুপে পুলিশ, ‘শিবির’ ট্যাগ দিয়ে ছাত্র-জনতাকে দমন