
আফগানিস্তানের গজনি প্রদেশের আজরিস্তান ও মালিস্তান জেলার যোগাযোগ উন্নয়নে প্রায় ৩৪৭ মিলিয়ন আফগানি ব্যয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পুনর্নির্মাণ প্রকল্প শুরু করেছে ইমারতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্পটি ১৬ মাসের মধ্যে সম্পন্ন হবে এবং এতে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গজনি গণপূর্ত বিভাগের পরিচালক আবদুল কাদের বিলাল হাফিযাহুল্লাহ জানিয়েছেন, প্রদেশের পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোর মধ্যে এ সড়কটি অন্যতম। দীর্ঘদিন ধরে আজরিস্তান, মালিস্তান, নওর জেলা এবং দায়কুন্দি প্রদেশের বাসিন্দারা শীতকালে চলাচলে ব্যাপক ভোগান্তির শিকার হন। বিশেষ করে তুষারপাতের সময় জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে। সড়কটি সম্পন্ন হলে ওই সব এলাকার মানুষের বহুদিনের দুর্ভোগ লাঘব হবে এবং স্বাস্থ্যসেবা থেকে সাধারণ চলাচল—সব ক্ষেত্রেই গতি ফিরে আসবে।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ কাজী নিয়াজী হাফিযাহুল্লাহ জানান, সড়কটি ৩০ কিলোমিটার দীর্ঘ ও ৯ মিটার প্রশস্ত এবং কোটাল-ই-খুন নামক পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু বছর ধরে বিপজ্জনক এই রাস্তা অতিক্রম করতে গিয়ে তাদের নানাবিধ ভোগান্তি পোহাতে হয়েছে। আজরিস্তানের বাসিন্দা মোহাম্মদ নবি বলেন, শীতে পাঁচ থেকে ছয় মাস বরফে ঢাকা থাকে এ পথ, এবং রোগী নিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় জীবনহানির মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এই কারণে অনেক মানুষকে আমরা পথেই হারিয়েছি, তাই এই সড়কের গুরুত্ব আমাদের কাছে অনেক।
মালিস্তানের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার মুহাক্কিকের মতে, প্রকল্পটি শুধু যোগাযোগ সহজ করবে না, আজরিস্তানের পথও সংক্ষিপ্ত করবে এবং স্থানীয়দের জন্য চলাচলকে দ্রুত ও নিরাপদ করবে।
আজরিস্তান, মালিস্তান, নওর ও জাগুরি জেলা গজনি শহর থেকে ১০০ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত। বছরের পর বছর দুর্বল সড়ক অবকাঠামোর কারণে এসব এলাকার বাসিন্দারা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে রয়েছেন।
গজনি গণপূর্ত বিভাগ জানিয়েছে, খুব শীঘ্রই জাগুরি ও মালিস্তানের প্রধান সড়ক গুলো পুনর্নির্মাণ করা হবে। এছাড়া আরও কয়েকটি জেলায় রাস্তা সমতলকরণ ও গ্র্যাভেলিং কাজও শুরু করা হবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. Road Project Launched to Link Ajristan and Malistan Districts in Ghazni
– https://tinyurl.com/2p4u9nae


