কেনিয়ায় শত্রু সামরিক কনভয়ে আশ-শাবাবের হামলা: নিহত ৯ সৈন্য, আহত আরও ৩

0
129

কেনিয়ার অধিকৃত ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় গারিসা রাজ্যে আশ-শাবাবের সফল এক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটির সামরিক বাহিনীর একটি কনভয়। এতে কমান্ডার সহ অন্তত ১২ সৈন্য হতাহতের শিকার হয়েছে।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা যায়, শাবাব মুজাহিদিনরা গত ১৯ নভেম্বর বুধবার, গারিসা রাজ্যের ধাদাহাব শহরের কুলান এলাকায় কেনিয়ান বাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করেছেন। এতে কমপক্ষে ৯ কেনিয়ার সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে একজন উচ্চপদস্থ অফিসারও রয়েছে, যে গারিসা রাজ্যে মুসলমানদের তীব্র সমালোচক ছিল। এই হামলায় কমপক্ষে ৩ কেনিয়ান সৈন্যও আহত হয়েছে এবং একটি সামরিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ২০১১ সালে সোমালিয়ায় কেনিয়ার সামরিক হস্তক্ষেপের পর, আশ-শাবাবের প্রতিশোধমূলক আক্রমণ বৃদ্ধি পেতে শুরু করে। এই আক্রমণের ধারাবাহিকতায় আশ-শাবাব মুজাহিদিনরা কেনিয়ায় গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক ঘাঁটি, যোগাযোগ লাইন এবং লজিস্টিক রুটগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালাতে শুরু করেন। এছাড়াও কেনিয়ায় অবস্থিত পশ্চিমা মালিকানাধীন প্রতিষ্ঠান এবং মার্কিন ঘাঁটিগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হতে থাকে।

২০২১ সালের জানুয়ারিতে, কেনিয়ার মান্দেরা রাজ্যের গভর্নর আলী রোবা বলেছিল যে, উত্তর কেনিয়ার অর্ধেক অংশ আল-কায়েদার পূর্ব আফ্রিকান সহযোগী আশ-শাবাব দ্বারা নিয়ন্ত্রিত। এরপর ২০২৩ সালের জুলাই মাসে, মান্দেরা রাজ্যের নতুন গভর্নর মোহাম্মদ আদান খলিফ বলেছিল যে, মান্দেরার ৬০ শতাংশ এলাকা আশ-শাবাবের নিয়ন্ত্রণে রয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2bh2yd54

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআকাশ প্রতিরক্ষা, সাঁজোয়া ট্যাংক চালনাসহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করল ইমারতে ইসলামিয়ার ১৫২ জন সেনা
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৩য় সপ্তাহ, নভেম্বর ২০২৫ ||