তিন দিন ধরে বন্ধ থাকা ঘরে মিলল লাশ

0
78

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় চারতলা ভবনের তৃতীয় তলার বন্ধ একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ওই ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় কোচিং সেন্টার। তৃতীয় ও চতুর্থ তলায় বসবাস করতেন তানভীর কুরাইশী। গত দুই দিন ধরে ভবনের ভাড়াটিয়ারা পানির সংকটে ছিলেন। বিকালে তারা বাড়ির মালিককে ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় থানায় খবর দেন।

পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন ভেতরে তানভীর কুরাইশীর লাশ পাওয়া যায়। তিনি সেখানে একাই থাকতেন বলে জানা গেছে। ঘটনাস্থলে তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তি। তবে এ নিয়ে তদন্ত চলছে।


তথ্যসূত্র:
১। তিন দিন ধরে বন্ধ থাকা ঘরে মিলল লাশ
– https://tinyurl.com/2uyh4b3a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখুলনায় বেপরোয়া টার্গেট কিলিং, ১৫ মাসে ৪৪ হত্যাকাণ্ড, আতঙ্কিত নগরবাসী
পরবর্তী নিবন্ধচাঁদা না পেয়ে কৃষকের ৩৫০ আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা