মন্ত্রণালয়ের সমর্থন পেতে গণমাধ্যমগুলোকে সরকারি নীতিমালা ও ইসলামী মূল্যবোধ মেনে চলতে হবে: ইমারাতে ইসলামিয়া

0
112

বর্তমানে আফগানিস্তানে প্রায় ৫০০টি মিডিয়া আউটলেট সক্রিয় আছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক টিভি মিডিয়াও রয়েছে। ২১ নভেম্বর এক অফিসিয়াল বার্তায় এই তথ্য জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবায়েব ঘুফরান হাফিযাহুল্লাহ।

তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রণালয়ের সমর্থন পেতে হলে গণমাধ্যমগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা ও ইসলামী মূল্যবোধ অনুযায়ী কাজ করতে হবে।

এছাড়া ১৮০টি মিডিয়া আউটলেট ও মিডিয়া-সমর্থনকারী সংস্থার জন্য লাইসেন্স জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে সাংবাদিক ইউনিয়নের প্রধান হুজ্জতুল্লাহ মুজাদ্দিদি বলেন, আফগানিস্তানে বর্তমানে ৮১টি টিভি চ্যানেল সক্রিয় আছে, এর মধ্যে ৫৬টি বেসরকারি ও ২৫টি সরকারি। এই আউটলেটগুলোতে ১৩৫৬ জন কাজ করছে বলে তিনি জানান।


তথ্যসূত্র:
1. Around 500 media outlets operating across Afghanistan: Ghufran
– https://tinyurl.com/mf92xukt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বাদাখশান প্রদেশের খাশ জেলায় নতুন একটি সেচনালা উদ্বোধন
পরবর্তী নিবন্ধদেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাইপাইলে