
বর্তমানে আফগানিস্তানে প্রায় ৫০০টি মিডিয়া আউটলেট সক্রিয় আছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক টিভি মিডিয়াও রয়েছে। ২১ নভেম্বর এক অফিসিয়াল বার্তায় এই তথ্য জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবায়েব ঘুফরান হাফিযাহুল্লাহ।
তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রণালয়ের সমর্থন পেতে হলে গণমাধ্যমগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা ও ইসলামী মূল্যবোধ অনুযায়ী কাজ করতে হবে।
এছাড়া ১৮০টি মিডিয়া আউটলেট ও মিডিয়া-সমর্থনকারী সংস্থার জন্য লাইসেন্স জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অপরদিকে সাংবাদিক ইউনিয়নের প্রধান হুজ্জতুল্লাহ মুজাদ্দিদি বলেন, আফগানিস্তানে বর্তমানে ৮১টি টিভি চ্যানেল সক্রিয় আছে, এর মধ্যে ৫৬টি বেসরকারি ও ২৫টি সরকারি। এই আউটলেটগুলোতে ১৩৫৬ জন কাজ করছে বলে তিনি জানান।
তথ্যসূত্র:
1. Around 500 media outlets operating across Afghanistan: Ghufran
– https://tinyurl.com/mf92xukt


