যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় শহিদ আরও ২৪ ফিলিস্তিনি

0
59

যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী বোমা হামলা চালিয়েছে। বর্বরোচিত এই হামলায় শহীদ হয়েছে কমপক্ষে নারী ও শিশুসহ ২৪ জন সাধারণ ফিলিস্তিনি।

রবিবার (২২ নভেম্বর) এই বিষয়ক সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা। এর আগে শনিবার (২২ নভেম্বর) সন্ত্রাসী বাহিনীর হামলায় ৮৭ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী সর্বপ্রথম উত্তর গাজা শহরের উত্তরে একটি কারকে লক্ষ্য করে হামলা চালায়। পরে দেইর আল-বালাহ ও নুসাইরাত ক্যাম্পসহ আরও বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে।

আশ-শিফা হাসপাতালের নির্বাহী পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, গাজা শহরে সন্ত্রাসী বর্বর বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০ জনেরও অধিক। গাজা শহরের রেমাল এলাকায় এই ড্রোন হামলার ঘটনাটি ঘটে।

দেইর আল-বালাহ এলাকায় এক ফিলিস্তিনির বাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ০৩ ফিলিস্তিনি শহীদ হন।

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজার বিভিন্ন আবাসিক ভবনেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, চলতি বছরের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ৪৯৭ বার তা ভঙ্গ করেছে সন্ত্রাসী ইসরায়েল।

এইসময়ে তারা হামলা চালিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৪২ সাধারণ ফিলিস্তিনিকে হত্যা করেছে।


তথ্যসূত্র:
1. Israeli forces kill 24 Palestinians in Gaza; Hamas urges US to intervene
– https://tinyurl.com/4wwptja5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ঘোর প্রদেশে ২৮টি বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধআসামে ‘বিদেশি’ আখ্যা দিয়ে ০৫ মুসলিমকে দেশ ছাড়ার ২৪ ঘণ্টার নোটিশ উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের