আসামে ‘বিদেশি’ আখ্যা দিয়ে ০৫ মুসলিমকে দেশ ছাড়ার ২৪ ঘণ্টার নোটিশ উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের

0
43

ভারতের আসামে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন স্থানীয় ০৫ মুসলিম নাগরিককে ‘বিদেশি নাগরিক’ আখ্যা দিয়ে দেশ ছাড়ার জন্য ২৪ ঘণ্টার নোটিশ দিয়েছে। গত বুধবার (১৯ নভেম্বর) এই নোটিশ দেয় উগ্র হিন্দুত্ববাদী বিজেপি মদদপুষ্ট হেমন্ত বিশ্ব শর্মা প্রশাসন। স্থানীয় প্রশাসনের এমন সিদ্ধান্তে হতবাক ভুক্তভোগী ওই ০৫ মুসলিম সহ স্থানীয়রা।

ওই ০৫ মুসলিম হলেন— হানুফা, মরিয়ম নেসা, ফাতিমা, মোনোয়ারা ও আমজাদ আলী। তারা সকলেই জামুগুড়িহাট থানার ধোবোকাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, বহু বছর ধরেই এই পরিবারটি এখানে বসবাস করে আসছিল। তারা এখানে বাচ্চাদের বড় করেছে এবং স্থানীয় একটি ফার্মে চাকরি করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গণমাধ্যমকে জানান, ‘এই পরিবারগুলো আমাদের সাথেই বসবাস করতো। আমরা তাদেরকে কখনই কোনো ‘বিদেশি’ হিসেবে পাইনি। কিন্তু হঠাৎ কোনা আত্মপক্ষ সমর্থন ছাড়াই তাদের বের হয়ে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে।’

আরেকজন গ্রামবাসী গণমাধ্যমকে জানিয়েছে, ‘আমরা গরিব মানুষ। আমাদের টাকাও নাই আইনজীবীও নাই। এই নোটিশ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ করেছে ইত্তেহাদ ফ্রন্ট আসাম। মুসলিম এই দলটির প্রধান নুরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে উগ্র হিন্দুত্ববাদী হেমন্ত বিশ্ব শর্মা প্রশাসন মুসলিমদের সাথে যে আচরণ করছে তা চরম বৈষম্যমূলক। কোনও পরিবারকে শুধু একটি রায়ের ভিত্তিতে বিদেশি ঘোষণা দিয়ে দেশে ছেড়ে চলে যেতে বলার অধিকার প্রশাসনের নেই।


তথ্যসূত্র:
1.Anger Sweeps Community as Assam Issues Expulsion Notice to Five Muslims
– https://tinyurl.com/35ry4zwe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় শহিদ আরও ২৪ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধবিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ময়দান ওয়ার্দাক প্রদেশে ৪০টি কূপ খনন প্রকল্প উদ্বোধন