
গত ২২ নভেম্বর আফগানিস্তানের ময়দান ওয়ার্দাক প্রদেশে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৪০টি কূপ খনন প্রকল্প উদ্বোধন করেছেন ইমারাতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইউনুস আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।
প্রদেশের ময়দান সিটি, নার্খ এবং সায়দাবাদ জেলায় আনুষ্ঠানিকভাবে তিনি এই প্রকল্পের সূচনা করেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের প্রাদেশিক প্রধান মোল্লা ইসমাতুল্লাহ কারামাত হাফিযাহুল্লাহ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বাসিন্দাগণ।
প্রকল্প বাস্তবায়নকালে শত শত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে। এটি বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট অঞ্চলসমূহের প্রায় ৮০০ পরিবার বিশুদ্ধ পানির সুবিধা লাভ করবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdcnbfdc


