রেলওয়ের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ, বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা

0
33

সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা বিএনপি নেতা ও ব্যবসায়ী আলতাফ হোসেন রেলওয়ে মালিকাধীন জায়গা জমি দখলে নিয়ে সেখানে অবৈধভাবে বহুতল ভবন ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। দুর্নীতি দমন কমিশন গত ১৬ নভেম্বর এ সম্পর্কে একটি মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছে মামলার বাদী দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা।

দুদক সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা বিএনপি নেতা ও ব্যবসায়ী আলতাফ হোসেন রেলওয়ে মালিকাধীন জায়গা জমি দখলে নিয়ে সেখানে অবৈধভাবে বহুতল ভবন ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আলতাফ হোসেনকে সৈয়দপুর শহরের রেলওয়ে জমিতে বহুতল ভবন নির্মাণে সহায়তা করে।

দুর্নীতি দমন কমিশনের কর্মরত হোসাইল শরীফ দীর্ঘ সময় ধরে সরেজমিনে একাধিকবার সৈয়দপুরে এসে বিষয়টি তদন্ত করে। এরপর চলতি নভেম্বর মাসের গত ১৬ তারিখে তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করতঃ রেলওয়ের মালিকানাধীন ভূমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে নীলফামারী সিনিয়র স্পেশাল জজ আদালতে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করে।

মামলায় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা মৃত. নজির আহমেদের ছেলে আলতাফ হোসেন (৬১), সৈয়দপুর পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহরের নতুন বাজার এলাকার মৃত. শেখ আব্দুল্ল্যার ছেলে এরশাদ হোসেন পাপ্পু (৫৩) এবং সৈয়দপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী বর্তমানে লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলীকে (৫৫) আসামি করা হয়েছে। দুদক, সজেকা, রংপুরের মামলা নং-১২ ১৬/১১/২৫ এবং দুদক, সজেকা, রংপুরের মামলা নং-১৩, ১৬/১১/২৫ ইং। পৃথক পৃথকভাবে দায়েরকৃত ওই দুই মামলার প্রথমটিতে তিনজনকে এবং অপর একটি মামলায় শুধুমাত্র ব্যবসায়ী আলতাফ হোসেনকে আসামি করা হয়েছে।


তথ্যসূত্র:
১। রেলওয়ের জায়গায় বহুতল ভবন, বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা
– https://tinyurl.com/mfr35tdp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধসিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত