সুদানে এক মাসে দুর্ভিক্ষ ও পুষ্টি-হীনতায় ২৩ শিশুর মৃত্যু

0
73

সুদানের মধ্যাঞ্চলে দুর্ভিক্ষ ও পুষ্টি-হীনতায় গত একমাসে কমপক্ষে ২৩ জন শিশু মারা গিয়েছে। সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মাঝে তীব্র যুদ্ধের প্রভাবে স্থানীয়দের মাঝে এর প্রভাব পড়েছে।

গত ৩০ মাস ধরে উত্তর-পশ্চিম অঞ্চলের এই দেশটিতে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মাঝে যুদ্ধ চলমান রয়েছে। এই যুদ্ধের প্রভাবে সুদানের মানবিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। করডোফান এলাকায় পুষ্টি-হীনতায় ২৩ জন শিশুর মৃত্যু তারই প্রমাণ।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে ভয়াবহ অস্থিরতার মাঝে রয়েছে। রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন স্থানে সামরিক ও বেসামরিক বাহিনীর মাঝে তীব্র চলমান রয়েছে।

জাতিসংঘের মতে, বিধ্বংসী এই যুদ্ধে কমপক্ষে ৪০,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু বিভিন্ন মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মতে এই সংখ্যা বাস্তবে আরও কয়েকগুণ অনেক বেশি। যুদ্ধের ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। কমপক্ষে ১৪ লক্ষ মানুষ জোরপূর্বক বাড়িঘর ছাড়া হয়েছেন, দেশের বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভয়াবহ রোগ ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে, সুদানের কর্ডোফান ও দারফুর এলাকায় গত সেপ্টেম্বর পর্যন্ত ৩৭০,০০০ মানুষ দুর্ভিক্ষের মাঝে রয়েছে। আরও ৩৬ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবল থেকে এক ধাপ দূরে রয়েছে।


তথ্যসূত্র:
1. 23 children die of malnutrition within a month in Sudan’s Kordofan region
– https://tinyurl.com/vkkehtrb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে তিনদিনব্যাপী জাফরান প্রদর্শনী উদ্বোধন