
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর ৬ শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণির এক ছাত্রের ছুরিকাঘাতে দশম ও অষ্টম শ্রেণির ৬ ছাত্র গুরুতর আহত হয়েছে।
বুধবার নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ সিয়াম (১৫) শ্রেণিকক্ষে কিছু ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় দশম শ্রেণির ছাত্ররা এর প্রতিবাদ জানালে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে শিক্ষকরা উভয়পক্ষকে শাসন করে পরিস্থিতি সামাল দেয়।
বুধবারের ঘটনার জেরে অভিযুক্ত সিয়াম প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ছুরি নিয়ে মাদ্রাসায় আসে। দশম শ্রেণির ছাত্রদের পরীক্ষা শেষে তারা কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় সিয়াম। এ ঘটনায় ৬ জন ছাত্র আহত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, আমরা এ বিষয়টি শিক্ষা কর্মকর্তা, ইউএনও এবং ওসিকে অবহিত করেছি। তাদের পরামর্শক্রমে প্রথমে আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছি।
তথ্যসূত্র:
১। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত
– https://tinyurl.com/2mmpnmur


