ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের সপ্তাহব্যাপী কার্যক্রম

0
69

ইসলামী মূল্যবোধ ও নারী অধিকার রক্ষা, জাতিগত ও ভাষাগত বিরোধ নিরসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজে নৈতিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নির্ধারিত নীতিমালার আলোকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সপ্তাহব্যাপী কার্যক্রম নিচে উপস্থাপন করা হল:

১) মানসিক রোগী সংগ্রহ ও চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর:
আমীরুল মু’মীনিনের নির্দেশ বাস্তবায়নে আফগানিস্তানের কাপিসা ও লাগমান প্রদেশে ২৪৮ জন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে সংগ্রহ করা হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।

২) নারী অধিকার সুরক্ষা:
চলতি সপ্তাহে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ নারী অধিকার সম্পর্কিত ৬৩টি মামলা নিষ্পত্তি করেছেন। এই সব মামলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল:

– ২৫টি পারিবারিক সহিংসতা সংক্রান্ত
– ১১টি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত
– ১২টি হারাম বিবাহ সংক্রান্ত
– ৬টি দেনমোহর সংক্রান্ত সমস্যা
– ৫টি স্ত্রীর ভরণপোষণ না দেওয়া সংক্রান্ত এবং
– ৪টি তালাক সংক্রান্ত মামলা।

৩) জাতিগত ও ভাষাগত বিরোধ সমাধান:
চলতি সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ১২টি বড় ও ২০টি ছোটখাটো বিরোধ সমাধান করেছেন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয়। জাতি ও ভাষাগত পার্থক্য থেকে এই সকল বিরোধ সৃষ্টি হয়েছিল।

৪) জাদুটোনা ও কুসংস্কার প্রতিরোধ
সমাজে কুসংস্কার ও অমূলক ধ্যান-ধারণা প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ হিসেবে ৯ জন জাদুটোনা ও কুসংস্কার চর্চাকারীকে আটক করা হয়েছে। তাদেরকে শরিয়া ভিত্তিক বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

৫) ব্যবসায়ীদের সাথে বৈঠক:
বাজারে সুদ, মজুতদারি, মাপে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি ইত্যাদি প্রতিরোধের লক্ষ্যে ব্যবসায়ী ও দোকানিদের সাথে ১১৫টি সংশোধনীমূলক বৈঠক করেছেন মন্ত্রণালয়ের কর্মীবৃন্দ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yck234kr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুরুত্বপূর্ণ প্রতিবেশি রাষ্ট্র হিসেবে পাকিস্তান সরকারের প্রতি ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ১ম সপ্তাহ, ডিসেম্বর ২০২৫ ||