কাবুলে ১২০০টি অনিবন্ধিত যানবাহন জব্দ, যান চলাচলে শৃঙ্খলা বজায়ে তৎপর জননিরাপত্তা বিভাগ

0
8

আফগানিস্তানের কাবুল শহরে ১২০০টি অনিবন্ধিত যানবাহন জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন জননিরাপত্তা বিভাগ। জব্দকৃত এই সকল গড়ি ইতোমধ্যে পুলিশ কম্পাউন্ডে স্থানান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৮ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। কাবুল ট্রাফিক বিভাগের সহযোগিতায় লাইসেন্সবিহীন যানবাহন চলাচল রোধে তৎপর রয়েছে জননিরাপত্তা বাহিনীর সদস্যগণ।

এই উদ্দেশ্যে কাবুল শহরের প্রবেশদ্বার ও বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য যে, শহরাঞ্চলে শৃঙ্খলা বজায়, যানজট হ্রাস এবং বেআইনি কার্যকলাপ রোধের লক্ষ্যে লাইসেন্সবিহীন ও অনিবন্ধিত যান চলাচল নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3e575ept

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবলিক নিলামে ১৮ হাজার টন অপরিশোধিত তেল বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধ৫টি প্রদেশে পৃথক অভিযানে ১০ অপরাধীকে আটক করেছে ইমারাতে ইসলামিয়ার পুলিশ বাহিনী