
আফগানিস্তানের ৫টি প্রদেশে পৃথক পৃথক অভিযানে ১০ অপরাধীকে গ্রেপ্তার করেছে ইমারাতে ইসলামিয়ার পুলিশ বাহিনী। এর মধ্যে নানগারহার প্রদেশের দুরবাবা জেলায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া খোস্ত প্রদেশে ৩ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে বাদাখশান প্রদেশের কিশম জেলা হতে এক চোর ও হেরাত প্রদেশ হতে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
৮ ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে এই সকল তথ্য তুলে ধরা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, কাপিসা প্রদেশে জনৈক ব্যক্তিবর্গ থেকে ৯ ধরনের অস্ত্র ও সরকারি মালিকানাধীন মোটরসাইকেল জব্দ করেছে সংশ্লিষ্ট পুলিশ বাহিনী।
উল্লেখ্য যে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের অভ্যন্তরীণ নিরপত্তা নিশ্চিত করতে সদা তৎপর ভূমিকা পালন করে এসেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n9y9z27


