৫টি প্রদেশে পৃথক অভিযানে ১০ অপরাধীকে আটক করেছে ইমারাতে ইসলামিয়ার পুলিশ বাহিনী

0
10

আফগানিস্তানের ৫টি প্রদেশে পৃথক পৃথক অভিযানে ১০ অপরাধীকে গ্রেপ্তার করেছে ইমারাতে ইসলামিয়ার পুলিশ বাহিনী। এর মধ্যে নানগারহার প্রদেশের দুরবাবা জেলায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া খোস্ত প্রদেশে ৩ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে বাদাখশান প্রদেশের কিশম জেলা হতে এক চোর ও হেরাত প্রদেশ হতে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে এই সকল তথ্য তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, কাপিসা প্রদেশে জনৈক ব্যক্তিবর্গ থেকে ৯ ধরনের অস্ত্র ও সরকারি মালিকানাধীন মোটরসাইকেল জব্দ করেছে সংশ্লিষ্ট পুলিশ বাহিনী।

উল্লেখ্য যে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের অভ্যন্তরীণ নিরপত্তা নিশ্চিত করতে সদা তৎপর ভূমিকা পালন করে এসেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n9y9z27

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে ১২০০টি অনিবন্ধিত যানবাহন জব্দ, যান চলাচলে শৃঙ্খলা বজায়ে তৎপর জননিরাপত্তা বিভাগ
পরবর্তী নিবন্ধসালাং মহাসড়কের প্রধান রুট যান চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত