
চাঁদা না দেওয়ায় এক রংমিস্ত্রিকে পিটিয়েছে এক ছাত্রদল নেতা। ওই ছাত্রদল নেতার নাম সাব্বির হোসেন, সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।
এ ঘটনায় গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী কামরুল হাসান এবং রুবেল। চাঁদা না দেওয়ায় মারধরের সঙ্গে জড়িত থাকার ঘটনায় শিদলাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ আরও আট জনের নামে অভিযোগ দাখিল করেন রংমিস্ত্রি কামরুল হাসান।
অভিযোগ সূত্রে জানা যায়, শিদলাই বাজার থেকে রুবেল একটি হাঁস ক্রয় করেন ৭০০ টাকায়। হাঁসের খাজনার জন্য ৩০০ টাকা চাঁদা দাবি করে বিএনপি নেতা সাব্বির হোসেন।
চাঁদা না দেওয়ায় রুবেলকে মারধর করে সাব্বিরসহ তার গুন্ডাবাহিনী। এ সময় রুবেলকে বাঁচাতে আসলে কামরুল হাসান নামে আরও একজনকে পিটিয়ে আহত করে সাব্বির ও শাহাদাত। এ সময় রংমিস্ত্রি কামরুল হাসানের সঙ্গে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা, বলে থানায় দেয়া অভিযোগ পত্রে উল্লেখ করেন ভুক্তভোগী কামরুল হাসান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ছাত্রদল নেতা সাব্বির আলম সপ্তাহে দুই দিন শিদলাই বাজার থেকে চাঁদা আদায় করে। গ্রামের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ।
হামলার শিকার রংমিস্ত্রি কামরুল হাসান বলেন, আমি রংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করি। তারা শিদলাই বাজারে খাজনার নামে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করে। গত ৮ ডিসেম্বর বিকেলে একজন ব্যক্তি চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা করে সাব্বির ও তার লোকেরা। এ সময় তারা আমার কাছ থেকে ৬০ হাজার টাকা এবং আমার সঙ্গে থাকা পাসপোর্টটি নিয়ে যায়। আমি থানায় অভিযোগ করেছি।
হামলার শিকার হওয়া আরেক ব্যক্তি মোহাম্মদ রুবেল বলেন, আমি হাঁস কিনেছিলাম। হাঁস কেনায় ৩০০ টাকা চাঁদা দাবি করে সাব্বির। আমি চাঁদা না দেওয়ায় আমাকে বাজারে প্রচণ্ড মারধর করেছে এবং আমাকে বাঁচানোর জন্য কামরুল হাসান এগিয়ে আসলে তাকেও মারধর করে সাব্বির ও শাহাদাত। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
তথ্যসূত্র:
১। ৭০০ টাকার হাঁস, ৩০০ টাকা চাঁদা দাবি ছাত্রদল নেতার
– https://tinyurl.com/62n3v7ck


