আইসিটি খাতও দাপিয়ে বেড়াতো ফয়সাল

0
85

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের একজন ফয়সাল করিম মাসুদ। আদাবর ছাত্রলীগের নেতা ফয়সালের আইসিটি ব্যবসাতেও ছিল দাপট। সরকারি কাজ বাগাতে সে গড়ে তুলেছিল ‘অ্যাপল সফট আইটি’ নামে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। দু’বছর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেরও (বেসিস) সদস্য হয় সে।

বেসিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপল সফট আইটি ২০১০ সালে প্রতিষ্ঠিত কোম্পানি। এটি আদাবর এলাকায় অবস্থিত। এর মাধ্যমে দেশের আইসিটি খাতে দক্ষ কর্মী তৈরি এবং প্রশিক্ষণের কাজ করার দাবি করা হয়। কোম্পানির সেবার মধ্যে আরও আছে, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, আউটসোর্সিং ট্রেনিং, সার্টিফাইড প্রফেশনাল ইন ট্রেনিং ম্যানেজমেন্ট, এসকিউএল ডাটাবেস পরিচালনা, গেম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ও লোগো ডিজাইন, ২ডি-৩ডি অ্যানিমেশন, অ্যানিমেশন কার্টুন ডেভেলপমেন্ট, বিজ্ঞাপন তৈরি এবং অন্যান্য ডিজিটাল সমাধান।

হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করে বেসিসের এক সদস্য গণমাধ্যমকে জানায়, এইট পিয়ারস সল্যুশনস লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজালালের সুপারিশে ফয়সালকে বেসিসের সদস্য পদ দেওয়া হয়। ফয়সাল ২০২০ সালের ৯ জুন বেসিসের সদস্য হয়।

এসব তথ্যের মাধ্যমে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এবং তার ব্যবসায়িক ও রাজনৈতিক সংযোগও আলোচনায় এসেছে। তবে শাহজালাল জানায়, এ ব্যাপারে সে কিছুই জানে না। ফয়সালকে চেনেও না।


তথ্যসূত্র:
১। আইসিটি খাতও দাপিয়ে বেড়াতেন ফয়সাল
– https://tinyurl.com/23zn7fze

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্বব্যাংক: আফগানিস্তানের অর্থনীতিতে শক্তিশালী অগ্রগতি
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কূটনৈতিক সাফল্য, সমঝোতার পথে আন্তর্জাতিক সম্প্রদায়