কুষ্টিয়া সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিলো বিএসএফ

0
12

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের ৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনস্থ জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস সংলগ্ন ভারত ভূখন্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) দৈনিক আমার দেশ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পতাকা বৈঠকে প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার ও ভারতের ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট নিউউদয় বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অংশ নেয়। এরপরই শান্তর লাশ ফেরত দেওয়া হয়।

নিহত যুবক শান্ত (২৪) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে সীমান্তে গুলিবিদ্ধ হয়ে শান্ত গুরুতর আহত হয়। পরে বিএসএফ গুলিবিদ্ধ শান্তকে চিকিৎসার জন্য ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়।


তথ্যসূত্র:
১। গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিলো বিএসএফ
– https://tinyurl.com/mu9aaxx6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কূটনৈতিক সাফল্য, সমঝোতার পথে আন্তর্জাতিক সম্প্রদায়
পরবর্তী নিবন্ধওসমান হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থী