
আফগানিস্তানের উরুজগান প্রাদেশিক হাসপাতালে জরুরি ওয়ার্ড সেবার উন্নয়নে একটি অবকাঠামো সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এই প্রকল্পে ১ কোটি আফগানি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল জরুরি চিকিৎসা পরিষেবা বাড়ানো, হাসপাতালে রোগীর ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং যথা সময়ে কাঙ্ক্ষিত রোগীর জন্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা।
ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।
প্রাদেশিক জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে একাধিক ক্লিনিকাল সেবা অন্তর্ভুক্ত হবে। রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত ও আরও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষমতা তৈরি হবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycx8rhe3


