
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাদাখশান প্রাদেশিক হাসপাতালের শয্যা সংখ্যা ১২০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
বাদাখশান প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের উপপরিচালক নাজির আহমদ নাজার জানিয়েছেন, প্রাদেশিক হাসপাতালের সম্প্রসারণের মাধ্যমে একাধিক বিশেষায়িত বিভাগ চালু করা হবে। এসব বিভাগের মধ্যে রয়েছে কান-নাক-গলা (ইএনটি), চক্ষু, অর্থোপেডিক্স, চর্মরোগ, নিউরোসার্জারি, বার্ন ইউনিট এবং মানসিক স্বাস্থ্য বিভাগ।
বাদাখশান প্রাদেশিক হাসপাতালের পরিচালক ডা. শফিক হামদর্দ বলেন, সম্প্রসারণের আগে হাসপাতালটি গুরুতর সংকটের মধ্যে ছিল। শয্যা স্বল্পতার কারণে অনেক রোগীকে বিশেষায়িত চিকিৎসার জন্য অন্য প্রদেশে—বিশেষ করে কুন্দুজে—রেফার করতে হতো। তিনি জানান, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা এখন সমাধান হয়েছে এবং রোগীদের জন্য আরও অনেক সুবিধা প্রদান করা হবে।
এদিকে, বাদাখশানের বাসিন্দারা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
উল্লেখ্য, বাদাখশান প্রাদেশিক হাসপাতালটি প্রদেশের একমাত্র সুসজ্জিত হাসপাতাল। প্রতিদিন বিশেষ করে দুর্গম জেলা থেকে আসা শত শত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
তথ্যসূত্র:
1. Ministry of Public Health Expands Bed Capacity of Badakhshan Provincial Hospital from 120 to 250
– https://tinyurl.com/3ahvf4tt


