ইমারাতে ইসলামিয়ার নেতৃত্ব ঐক্যবদ্ধ, কোনো ক্ষমতার দ্বন্দ্ব নেই

0
1

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রশাসনিক মন্ত্রী রহমাতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ বলেছেন, দেশের শত্রুরা বিদেশি শক্তির মদদে সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

মাইদান ওয়ার্দাক প্রদেশে একটি পুলিশ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রহমাতুল্লাহ নাজিব বলেন, ইসলামিক ব্যবস্থার বিরোধী গোষ্ঠীগুলো বিদেশি সমর্থন নিয়ে কাজ করছে, কিন্তু তারা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।

অনুষ্ঠানে তিনি বলেন, “অনেক শত্রু আফগানিস্তানে অরাজকতা সৃষ্টি ও ইসলামী ব্যবস্থার ওপর চাপ তৈরি করতে চায়। আমরা জানি কারা তাদের সমর্থন দিচ্ছে এবং কারা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিরুদ্ধে মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। তারা যে নামেই কাজ করুক না কেন, জেনে রাখা উচিত—ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুজাহিদরা সম্পূর্ণ সজাগ ও সতর্ক।”

তিনি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নেতৃত্বের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিভেদের অভিযোগও নাকচ করে দিয়ে বলেন, বর্তমান আমীরুল মু’মিনীন থাকা অবস্থায় কোনো নেতা ক্ষমতার লোভে নেই কিংবা নেতৃত্ব পরিবর্তনের চিন্তাও করেন না।

জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কিছু মানুষ নেতৃত্বের মধ্যে বিভক্তি ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে মিথ্যা গুজব ছড়ায়। আমি ব্যক্তিগতভাবে সকল নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আল্লাহর কসম করে বলছি—আমাদের আমীরুল মু’মিনীন প্রতিস্থাপনের কথা কেউ কল্পনাও করেন না।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গ্র্যাজুয়েট পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সম্মান ও সদাচরণের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সামরিক প্রধান শির আহমদ রুহানি হাফিযাহুল্লাহ বলেন, “আপনি চেকপোস্টে বা কোনো দপ্তরে যেখানেই দায়িত্বে থাকুন না কেন, বিষয়টি হালকাভাবে নেবেন না। আপনারা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন। এখানে শেখা জ্ঞান কাজে প্রয়োগ করুন—তবেই প্রশিক্ষণ সার্থক হবে।”

মাইদান ওয়ার্দাক উলামা পরিষদের প্রধান আবদুল হাদি ফাজলি বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কর্মকর্তা ও সদস্যদের অবশ্যই জনগণের সঙ্গে উত্তম আচরণ করতে হবে এবং আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে।”

উল্লেখ্য, গত চার বছরে মাইদান ওয়ার্দাক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে এটি ১২তম গ্র্যাজুয়েশন ব্যাচ। এই ব্যাচে মোট ৫৯১ জন সদস্য আদর্শিক, পেশাগত ও অপারেশনাল প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতার লাইভ প্রদর্শন উপস্থাপন করা হয়।


তথ্যসূত্র:
1.No Leadership Disputes Within Islamic Emirate, Deputy Minister Asserts
– https://tinyurl.com/37dfynd9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে হেরাতে শুকনো ফল রপ্তানি তিনগুণ বেড়েছে