আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে মাহমুদুর রহমান

0
13

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ এই কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক আইনে বলা আছে, আপনি যখন আপনার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন- তার অর্থ হচ্ছে, সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

মাহমুদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব, আপনারা জাতিসংঘকে বলুন, ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভারতে অবস্থানরত খুনিদের ফিরিয়ে দেওয়ার কথা জানান। তারা সেখানে বসে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাচ্ছে।

ভারত সরকারকে আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে খুনি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাদির ওপর হামলাকারীদের ফিরিয়ে দেন। না হয় আমি কসম করে বলছি, এই দেশে ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআগামী পাঁচ বছরে সাড়ে ৫ লাখ নাগরিকের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধস্বাধীন তেল ও গ্যাস কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে ইমারাতে ইসলামিয়া