কলকাতায় মুসলিম প্যাটিস বিক্রেতার উপর উগ্র হিন্দুত্ববাদীদের নির্মমতা

0
26

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কাছে রাস্তায় দুই মুসলিম প্যাটিস বিক্রেতাকে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর সাথে সম্পৃক্ত ‘সনাতন সাংস্কৃতিক সংসদ’ এর একদল সদস্য নির্মমভাবে মারধর করে।

গত ১১ ডিসেম্বর প্রকাশিত সংবাদ মাধ্যম মুসলিম মিররের তথ্যমতে, পশ্চিমবঙ্গের আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল এবং তিলজালার মুহাম্মাদ সালাউদ্দিন ২২ বছর ধরে সেই এলাকায় সবজি এবং মুরগীর মাংসের প্যাটিস বিক্রি করে আসছিল।

আক্রমণকারীরা তাদের নাম জিজ্ঞেস করে, মুসলিম নাম শুনে এবং “গীতা পাঠ” প্রোগ্রামের পাশে দাড়িয়ে চিকেন প্যাটিস বিক্রি করার অজুহাত দেখিয়ে নির্মমভাবে মারধর করে।


তথ্যসূত্র
– https://tinyurl.com/58rddtd7
– https://tinyurl.com/yc4xj5jh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিহারে মুসলিম কাপড় ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত থাকা আরেকজনকে চিহ্নিত