
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কাছে রাস্তায় দুই মুসলিম প্যাটিস বিক্রেতাকে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর সাথে সম্পৃক্ত ‘সনাতন সাংস্কৃতিক সংসদ’ এর একদল সদস্য নির্মমভাবে মারধর করে।
গত ১১ ডিসেম্বর প্রকাশিত সংবাদ মাধ্যম মুসলিম মিররের তথ্যমতে, পশ্চিমবঙ্গের আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল এবং তিলজালার মুহাম্মাদ সালাউদ্দিন ২২ বছর ধরে সেই এলাকায় সবজি এবং মুরগীর মাংসের প্যাটিস বিক্রি করে আসছিল।
আক্রমণকারীরা তাদের নাম জিজ্ঞেস করে, মুসলিম নাম শুনে এবং “গীতা পাঠ” প্রোগ্রামের পাশে দাড়িয়ে চিকেন প্যাটিস বিক্রি করার অজুহাত দেখিয়ে নির্মমভাবে মারধর করে।
তথ্যসূত্র
– https://tinyurl.com/58rddtd7
– https://tinyurl.com/yc4xj5jh


