মূল্যস্ফীতির হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ইমারাতে ইসলামিয়ায়

0
32

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের একাংশ উল্লেখ করে জানিয়েছেন, চলতি বছরে গড় মূল্যস্ফীতির হার আনুমানিক দুই শতাংশে সীমাবদ্ধ রয়েছে, যা আঞ্চলিক পর্যায়ে অন্যতম সর্বনিম্ন। এই স্থিতিশীলতার পেছনে খাদ্যমূল্যের স্থিরতা এবং জাতীয় মুদ্রার ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠাকে তিনি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

অর্থ মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে যে, ইমারাতে ইসলামিয়া অভ্যন্তরীণ সক্ষমতার ওপর ভিত্তি করে কৃষি খাতকে শক্তিশালী করণ এবং অবকাঠামোগত প্রকল্পসমূহ চালু করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের কারিগরি বিষয়ক উপমন্ত্রী আব্দুল লতিফ নাজারি হাফিযাহুল্লাহ বলেছেন, “ইমারাতে ইসলামিয়ার অর্থনীতি-কেন্দ্রিক নীতি অভ্যন্তরীণ সম্পদের সর্বোত্তম ব্যবহার, কৃষির উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, মূল্যের স্থিরতা এবং মুদ্রার মূল্যবৃদ্ধির মাধ্যমে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত দুই বছর ধরে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে আফগানিস্তানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪.৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যা গত বছরের ২.৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এছাড়া, রাজস্ব খাতের আর্থিক অবস্থা উন্নত হচ্ছে এবং কার্যকর ব্যবস্থাপনার ফলে ২০২৫ সালে অভ্যন্তরীণ কর রাজস্ব মোট দেশজ উৎপাদনের ১৭.১ শতাংশে পৌঁছাবে।

আফগানিস্তান শিল্প ও খনি চেম্বারের সদস্য সাখি আহমাদ পয়মান বলেছেন, সকল চ্যালেঞ্জ এবং ব্যাংকিং নিষেধাজ্ঞাসহ অন্যান্য উদ্বেগ থাকা সত্ত্বেও বর্তমান অর্থনীতিতে মূল্যস্ফীতি সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে।

সামগ্রিকভাবে বিশ্বব্যাংকের এই প্রতিবেদন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক নীতির সাফল্যকে তুলে ধরেছে, যা অভ্যন্তরীণ সক্ষমতা ও স্থিতিশীলতার ওপর ভিত্তি করে ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করছে।


তথ্যসূত্র:
1. Islamic Emirate: Afghanistan Has One of Lowest Inflation Rates in Region
– https://tinyurl.com/ytr4m28z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাত থেকে ৮ মাসে ৩০ মিলিয়ন ডলারের জাফরান রপ্তানি, বিশ্বজুড়ে চাহিদা বাড়ছে আফগান জাফরানের
পরবর্তী নিবন্ধইসলামি ব্যবস্থার প্রতিরক্ষা প্রতিটি আফগানের জন্য ফরজ