
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ শরিয়াহ আইনের পূর্ণ বাস্তবায়ন এবং আন্তরিক জনসেবার আহ্বান জানালেন সরকারি কর্মকর্তাদের। তিন দিনব্যাপী একটি সংস্কার সেমিনারে তিনি এই নির্দেশনা প্রদান করেন। কান্দাহারে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইমারাতে ইসলামিয়ার আইন-কানুন ইসলামের চিরন্তন ও পূর্ণাঙ্গ শিক্ষা ও বিধান থেকে এবং উদগত এটি কোন ব্যক্তি বা গোষ্ঠীর মতামত বা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রণীত নয়। তিনি জোর দিয়ে বলেন, শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে রাষ্ট্রীয় সব কার্যক্রমই শরিয়াহ নীতির আলোকে পরিচালিত হতে হবে।
আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ সরকারের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে অসহায় ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অধিকার সুরক্ষার কথাও তুলে ধরেন। তিনি এতিম, বিধবা, প্রতিবন্ধী, দরিদ্র, অভিবাসী ও বন্দীদের উল্লেখ করে বলেন, এই সকল গোষ্ঠীর জন্য সেবা ও শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য।
এছাড়াও, তিনি সকল কর্মকর্তাকে আন্তরিকতা, দয়া ও সততার সাথে জনগণের সেবা করার আহ্বান জানান। তিনি জনগণের চাহিদা ও উদ্বেগের প্রতি গভীর মনোযোগ দেয়া এবং ইসলামী আইন অনুসারে দায়িত্ব পালনের তাগিদ দেন।
তথ্যসূত্র:
1. IEA supreme leader stresses enforcement of Sharia law and sincere public service
– https://tinyurl.com/ywyn4jas


