
১৬ ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ ও তাঁর প্রতিনিধি দল রাষ্ট্রীয় আমন্ত্রণে ভারতে পৌঁছেছেন। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই সফরের উদ্দেশ্য হল স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাস্তবায়ন। সফরে ভারতীয় নেতৃবর্গ বিশেষত স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তাঁর বৈঠকের কথা রয়েছে। এছাড়া তিনি বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আফগান স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোর সুযোগ-সুবিধা, আফগানিস্তানে উন্নতমানের ওষুধ আমদানি, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়েও এই সফরে গুরুত্ব সহকারে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/usw23h4z


