
রাজধানীর লালবাগের ইসলামবাগের একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। ১৭ ডিসেম্বর (বুধবার) দুপুরে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পেয়ে প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশীর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদর সঙ্গে অরো ৪টি ইউনিট যোগ দেয়।
তথ্যসুত্রঃ
https://tinyurl.com/2jh8s59p


