
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ ১৭ ডিসেম্বর, বুধবার রাজধানী কাবুলের জামিয়া ফাতহুল উলুম মাদ্রাসার দস্তারবন্দি (স্নাতক) অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মাদ্রাসাগুলো সমাজে ধর্মীয় জ্ঞান, জিহাদ, নববী আখলাক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ এবং ইসলামী আন্দোলনের পবিত্র ভিত্তি। তিনি সম্মানিত আলেমদের প্রতি আহ্বান জানান যেন তারা খুতবা ও মিম্বারের ভাষাকে কোমল করেন এবং ধর্মীয় ফরজ-বিধানের পাশাপাশি জনগণের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা ও জাতীয় স্বার্থ রক্ষার চেতনা জাগ্রত করেন।
উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানে পবিত্র জিহাদ ফরজ হওয়ার ঘোষণা মাদ্রাসা থেকেই এসেছে, যা গ্রাম-শহরে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এমন প্রতিরোধে রূপ নেয় যা বড় কুফফার শক্তিকে পরাজিত করে।
তিনি সমাজের বুদ্ধিবৃত্তিক সংস্কার, অনৈসলামিক সংস্কৃতি দূরীকরণ এবং ইসলামি সংস্কৃতির প্রসারে মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে বলেছেন, মাদ্রাসাগুলোকে সব পরিস্থিতিতে তাদের মূল পথে অটল থাকতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ কাবুলের জামিয়া ফাতহুল উলূম মাদ্রাসার পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ছাত্র ও তাদের পরিবারকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ছাত্ররা তাদের অর্জিত ইলমের উপর আমল করবে, অন্যদেরকে শিক্ষা দেবে এবং মানুষদের সাথে নববী আখলাক অনুযায়ী আচরণ করবে।
তথ্যসূত্র:
1. Deputy PM Urges Scholars to Foster Spirit of Protecting Islamic System
– https://tinyurl.com/4kpynukb


