
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা মোপ্তি রাজ্যে একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, জেএনআইএম মুজাহিদিনরা গত ১৭ ডিসেম্বর বুধবার সকালে, মালির মোপ্তি রাজ্যের বান্দিয়াগারা শহরে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। শহরে উপকন্ঠে জান্তা বাহিনী ও তাদের মিত্র ‘ডোজো’ মিলিশিয়া বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদিনরা অভিযানটি পরিচালনা করেছেন। সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদিনরা তীব্র আক্রমণ শুরু করলে জান্তা ও মিলিশিয়া বাহিনী ঘাঁটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শত্রু বাহিনীর এই পলায়নের পর জেএনআইএম মুজাহিদিনরা সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/398dsc36


