ওসমান হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা

0
7

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।

এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে ছিল— ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

এর পাশাপাশি ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ’, ‘এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ ইত্যাদি স্লোগানও দেয়া হয়।

এদিকে রাতে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়। পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yybjca9m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবী ওসমান হাদীকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন: শায়েখ আহমাদুল্লাহ
পরবর্তী নিবন্ধপ্রথম আলো কার্যালয় ভাংচুর করছেন বিক্ষুব্ধ জনতা