
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উদ্যোগে হেলমান্দ প্রদেশের সংঙ্গিন জেলার মিয়ান কোহ গ্রামে একটি বাঁধ (চেক ড্যাম) নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রী আল-হাজ্জ মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা হাফিযাহুল্লাহর সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা হাফিযাহুল্লাহ, হেলমান্দ প্রদেশের উপ-গভর্নর মাওলানা মোহাম্মদ নবি, প্রাদেশিক গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন দপ্তরের প্রধান মোল্লা মাহমুদ সানি হাফিযাহুল্লাহসহ সম্মানিত আলেমে দ্বীন, গোত্রপ্রধান ও স্থানীয় যুবকেরা উপস্থিত ছিলেন।
এই পানিসংরক্ষণ বাঁধটি ৬৪ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার উচ্চতা বিশিষ্ট হবে। প্রায় ৩৮ হাজার মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের নির্মাণকাজে কয়েক ডজন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়। প্রকল্পটি সম্পন্ন হলে বৃষ্টির পানি নিয়ন্ত্রণ ও ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রণালয়ের এই উদ্যোগ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের অগ্রাধিকার ও অঙ্গীকারেরই প্রতিফলন। সংঙ্গিন জেলার মিয়ান কোহ অঞ্চলের কৃষি ও পরিবেশের টেকসই উন্নয়নে এই বাঁধ নির্মাণ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Construction Works of Dam Inaugurated in Helmand
– https://tinyurl.com/ynehkyh3


