কান্দাহারে এক বিলিয়ন আফগানি মূল্যের যাতায়াত প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

0
8

ইমারাতে ইসলামিয়া আগগানিস্তানের কান্দাহার প্রদেশে স্থল ও বিমান পরিবহন খাতে এক বিলিয়ন আফগানি মূল্যের ব্যাপক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে আহমদ শাহ বাবা আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পার্কিং এলাকা নির্মান, যাত্রী ও কার্গো যানবাহনের নতুন টার্মিনাল নির্মান এবং স্পিন বোল্ডাক-কান্দাহার ইলেকট্রনিক গেট নির্মান।

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রদেশের ভেতরীণ ও আন্তঃপ্রাদেশিক যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, যানজট ও দুর্ঘটনা হ্রাস পাবে, এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

নির্মান কোম্পানির প্রধান নিয়াজ আহমদ জানিয়েছেন, কান্দাহারে বর্তমানে এক বিলিয়ন আফগানি মূল্যের নির্মান প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে আহমদ শাহ বাবা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যাত্রী ও কার্গো যানবাহনের টার্মিনাল এবং স্পিন বোল্ডাক ইলেকট্রনিক গেটের নির্মান কাজ আগামী মাসে শেষ হবে ইনশাআল্লাহ।

কর্মকর্তারা জানান, এসব যৌথ প্রকল্প কান্দাহারের ট্রাফিক যানজট হ্রাসে সহায়ক হবে। পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিনিধি হেদায়াতুল্লাহ ওমিদ জানান, মন্ত্রণালয় ও ঠিকাদার প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় মাত্র এক বছরের মধ্যে ১০ কোটি ৩০ লক্ষ আফগানি ব্যয়ে এই প্রকল্প সম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রকল্পের প্রকৌশলী মির্জা আঘা বলেন, এই প্রকল্পের ফলে আহমদ শাহ বাবা আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এখন একসাথে চারটি বিমান অবতরণ করতে পারবে।

বর্তমানে এইসব উন্নয়ন প্রকল্পে সরাসরি প্রায় তিন হাজার মানুষ কাজ করছেন। কর্মকর্তারা জানান যে, প্রকল্পসমূহ সম্পন্ন হলে আরও হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে কান্দাহারের পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে যা স্থানীয় অর্থনীতি এবং জনজীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তথ্যসূত্র:
1. Kandahar Launches One Billion Afghani Transport Projects
– https://tinyurl.com/3xvjsk9d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাক-আফগান ট্রানজিট রুট বন্ধ থাকায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান: সাউথ এশিয়া জার্নাল
পরবর্তী নিবন্ধসালাং মহাসড়কের উত্তর গ্যালারি অংশের নির্মাণকাজ সম্পন্ন