সালাং মহাসড়কের উত্তর গ্যালারি অংশের নির্মাণকাজ সম্পন্ন

0
6

আফগানিস্তানের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ সালাং মহাসড়কের উত্তর গ্যালারি ও সালাং টানেলের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, সালাং মহাসড়কের উত্তরাংশের উত্তর গ্যালারি এবং টানেলের অভ্যন্তরীণ অংশের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হাকসেনাস হাফিযাহুল্লাহ জানান, এই প্রকল্পের আওতায় পিচ ঢালাই, ধারক প্রাচীর নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের মতো গুরুত্বপূর্ণ কাজ সমাপ্ত করা হয়েছে। তবে শীতকালীন তীব্র আবহাওয়ার কারণে বর্তমানে কিছু কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, সালাং মহাসড়কের পুনর্নির্মাণ কাজ তিন পর্বে শুরু হয়েছিল। দক্ষিণ সালাং অংশে ১৮টি কালভার্ট ও ১,০০০ মিটার ধারক প্রাচীর নির্মাণ করা হয়েছে। উত্তর সালাং অংশে কালভার্ট ও ধারক প্রাচীরসহ কংক্রিটের কাজ সম্পন্ন হয়েছে।

সালাং মহাসড়কের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ বিভাগের প্রধান ফজল রবি হাফিযাহুল্লাহ জানান, জরুরি অবস্থায় যেসব স্থানে যন্ত্রপাতি প্রয়োজন, সেসব স্থানে তাদের জরুরি টিম মোতায়েন ও প্রস্তুত রয়েছে। তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, সালাং রক্ষণাবেক্ষণ অধিদপ্তর চব্বিশ ঘণ্টাই তাদের সেবায় নিয়োজিত আছে।

সালাং মহাসড়কে যাতায়াতকারী চালকরা বলেন, সালাং মহাসড়কটি বেশ কয়েকটি প্রদেশকে সংযুক্ত করার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গত কয়েক বছরের তুলনায় সালাংয়ের অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে রাস্তার অবস্থা খারাপ ও যানজট থাকত, এখন এটি মেরামত করা হয়েছে এবং যানজট কমেছে।

সালাং মহাসড়ক আফগানিস্তানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন রুট। এটি উত্তরাঞ্চলীয় প্রদেশগুলিকে রাজধানীর সাথে সংযুক্ত করেছে এবং বাণিজ্যিক পণ্য পরিবহনে মুখ্য ভূমিকা পালন করছে। ইমারাতে ইসলামিয়ার সরকারি সংস্থাগুলো নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই কৌশলগত সড়কটি সার্বক্ষণিক ব্যবহারযোগ্য রাখার চেষ্টা চালাচ্ছে।


তথ্যসূত্র:
1. Ministry: Construction of Northern Salang Galleries Completed
– https://tinyurl.com/ja83ycud

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকান্দাহারে এক বিলিয়ন আফগানি মূল্যের যাতায়াত প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে
পরবর্তী নিবন্ধলাখো মানুষের অংশগ্রহণে শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন