
আফগানিস্তানের নানগারহার প্রদেশের খোগিয়ান জেলার বাদিন অঞ্চলে একটি আধুনিক পানি সরবরাহ নেটওয়ার্কের নির্মাণকাজ সম্পন্ন করাছে ইমারাতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রণালয়। ৩৯ মিলিয়ন আফগানি ব্যয়ে এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের আওতায় ২০ ঘনমিটার ধারণক্ষমতার একটি পরিষ্কার জলাধার, ১২ টি সৌর প্যানেল এবং ৯৩ টি পানির ট্যাপ স্থাপন করা হয়েছে। কর্মকর্তারা জানান, এসব প্রকল্প চালু হওয়ায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণ হবে এবং গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
নির্মাণকাজ চলাকালে কয়েক ডজন শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয় এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর গ্রামটির ৩০০টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে। সৌরচালিত এই প্রকল্পটি বিশুদ্ধ পানি সরবরাহের টেকসই সমাধান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Construction of Water Distribution Network Completed in Nangarhar
– https://tinyurl.com/53r4kebv


