বুরকিনায় জান্তা বাহিনীর ৫টি অবস্থানে জেএনআইএম মুজাহিদদের হামলা: অন্তত ১৭ শত্রু সেনা নিহত

0
62

বুরকিনা ফাসোর দেদুগু, কিয়া এবং ফাদাঙ্গুরমায় জান্তা বাহিনীর ৫টি অবস্থানে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা। এতে ১৭ এরও বেশি জান্তা সদস্য হতাহতের শিকার হয়েছে।

আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক গত ১৯ ডিসেম্বর শুক্রবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেএনআইএম মুজাহিদিনরা সম্প্রতি বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যের নোকোয়া এবং ল্যানফিলা এলাকায় ২টি সফল অভিযান পরিচালনা করেছেন। দেদুগুতে মুজাহিদদের উক্ত অভিযানগুলোর ফলে জান্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে বেশ কিছু ভারী ও হালকা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অর্জন করেছেন।

আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক, গত ১৯ ডিসেম্বর প্রকাশিত অন্য একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কিয়া এবং ফাদাঙ্গুরমায় জান্তা বাহিনীর বিরুদ্ধে তিনটি সফল অভিযান পরিচালনা করেছেন। এরমধ্যে ২টি অভিযান কিয়া রাজ্যের ফিসিলা এবং ফনসা এলাকায় ২টি শত্রু সামরিক ফাঁড়ি লক্ষ্য করে চালানো হয়েছে। এই অভিযানগুলোর ১টিতে অন্তত ১ সৈন্য নিহত হয়েছে। এছাড়াও মুজাহিদিনরা বেশ কয়েকটি হালকা অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেছেন।

এদিকে ফাদাঙ্গুরমায় মুজাহিদদের পরিচালিত অভিযানটি রাজ্যের সালগুইনে এলাকায় একটি সামরিক ফাঁড়ি লক্ষ্য করে চালানো হয়। মুজাহিদদের এই আক্রমণে জান্তা বাহিনীর অন্তত ১০ সৈন্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা বেশ কিছু অস্ত্র এবং মোটরসাইকেল গনিমত হিসাবে জব্দ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2pupnevn
– https://tinyurl.com/4apt7r2a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকৃষিপণ্য সংরক্ষণে ২২টি কোল্ড স্টোরেজ নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধবিহারে হত্যার শিকার মুসলিম কাপড় ব্যবসায়ীকে চোর অপবাদ, হিন্দুত্ববাদী খুনিদের দোষ আড়ালের অপচেষ্টা পুলিশের