বিহারে হত্যার শিকার মুসলিম কাপড় ব্যবসায়ীকে চোর অপবাদ, হিন্দুত্ববাদী খুনিদের দোষ আড়ালের অপচেষ্টা পুলিশের

0
9

গত ৫ ডিসেম্বর ভারতের বিহার রাজ্যে নাওয়াদা জেলায় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের নির্যাতনের মুখে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন মুহাম্মদ আতাহার নামক একজন মুসলিম কাপড় ব্যবসায়ী।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনা সম্পর্কিত একটি ছোট ভিডিও ক্লিপ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নিহত ব্যক্তির উপর উত্থাপিত চুরির অপরাধ সঠিক কিনা তা এই ভিডিও ক্লিপ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে অধিকার সংশ্লিষ্ট কর্মীদের প্রশ্ন, পুলিশ কেন এই মুহুর্তে হত্যার শিকার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দিকে নজর দিচ্ছে। নিহতের বিরুদ্ধে যেকোন অভিযোগ থাকুক না কেন, এভাবে কাউকে বিনা বিচারে হত্যা করার অধিকার কারও নেই।

অপরদিকে পুলিশ প্রকৃত ঘটনা আড়াল করতে চাচ্ছে বলে জোরালোভাবে অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা। নিহতের স্ত্রীর দাবি, আমার স্বামীকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। আর এখন তাকে চোর হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। মৃত্যুর পর এই ধরনের অভিযোগ তোলা অন্যায়। তিনি অভিযোগ করেন, যদি আমার স্বামী অপরাধী হতেন, তাহলে তাকে পিটিয়ে হত্যার পরিবর্তে পুলিশের হাতে সোপর্দ করা হল না কেন?

স্থানীয় মুসলিম নেতৃবৃন্দের অভিযোগ, কেবল সন্দেহের ভিত্তিতে মুসলমানদের প্রায়শ টার্গেট করা হচ্ছে, আইনের তোয়াক্কা ছাড়াই উগ্র সন্ত্রাসীরা নিজেরাই বিচারক আর জল্লাদ হিসেবে অবতীর্ণ হচ্ছে।

নিহতের প্রতিবেশীদের সাক্ষ্য অনুযায়ী, মুহাম্মদ আতাহার দরিদ্র কিন্তু সৎ ছিলেন। তিনি একজন হকার ব্যবসায়ী ছিলেন, স্থানীয়দের মধ্যেও তার সম্পর্কে সুধারণা ছিল।

তার পরিবারের সদস্যরা জানায়, হামলাকারীরা তার ধর্ম যাচাই করতে তাকে বিবস্ত্র করেছিল, মুসলিম পরিচয় জানতে পেরে তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছিল। উত্তপ্ত লোহার রড দিয়ে তার শরীরে আঘাত করা হয়েছিল, তার কানের কিছু অংশ কেটে ফেলা হয়েছিল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/484xur2v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় জান্তা বাহিনীর ৫টি অবস্থানে জেএনআইএম মুজাহিদদের হামলা: অন্তত ১৭ শত্রু সেনা নিহত