লালমনিরহাট সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

0
10

লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এই বিএসএফ সদস্যকে আটক করা হয়।

৫১-বিজিবি ও স্থানীয় সূত্রমতে, ‘বেদ প্রকাশ‘ ডাঙ্গাপাড়া নামক স্থানে ১৭৪/অর্জুন ক্যাম্পের সদস্য। সে ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রমের পর বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি, ১টি ওয়ারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেছে।
দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনোকিছু জানা যায়নি। দহগ্রাম ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা বরাবরের মতো উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও বাড়াবাড়ি বন্ধের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ৫১ বিজিবির পক্ষ থেকে কোনোকিছু না জানালেও বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী।


তথ্যসূত্র:
https://tinyurl.com/uevkj2cf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাদাখশানে দশ জেলাকে যুক্ত করতে ৬০৩ মিলিয়ন আফগানির সড়ক প্রকল্পের কাজ শুরু
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার দাইকুন্দি প্রদেশে মার্বেল খনির ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর