
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দাইকুন্দি প্রদেশের মাশ আলিয়া এলাকার মার্বেল খনিজ সম্পদ অনুসন্ধান, আহরণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির মাধ্যমে দেশীয় শিল্পায়ন, রফতানি আয় বৃদ্ধি ও স্থানীয় জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।
২০ ডিসেম্বর, শনিবার পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী হাজি মোল্লা হেদায়াতুল্লাহ হাফিযাহুল্লাহ’র উপস্থিতিতে মিযান সুলতানি নামক এক কোম্পানির সাথে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, উক্ত কোম্পানি দাইকুন্দি প্রদেশের মাশ আলিয়া এলাকার ১৬.৭৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত মার্বেলের খনি নিয়ে কাজ করার অধিকার লাভ করবে। চুক্তিটির মেয়াদ ৩০ বছর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ চুক্তির মাধ্যমে রাজস্ব আয়ের পাশাপাশি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, মার্বেলের প্রক্রিয়াকরণ দেশের অভ্যন্তরে করা হবে এবং প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানি করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি অনুসন্ধান ও উত্তোলনে ২৮৩ মিলিয়ন আফগানি বিনিয়োগ করবে। এতে ২০০-এর বেশি আফগান নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশটির প্রাকৃতিক সম্পদ নির্ভর অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Marble Extraction Agreement Signed in Daikundi
– https://tinyurl.com/mr5575kp


