মিলান গাইডেড মিশাইল চালনায় প্রশিক্ষণ সম্পন্ন করল ইমারাতে ইসলামিয়ার আরও ২৩ জন সেনাসদস্য

0
19

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত আর্টিলারি বিভাগ হতে সম্প্রতি আরও ২৩ জন সেনাসদস্য মিলান (মডেল: ৯এম১৩৫) গাইডেড মিশাইল চালনায় সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণে সদস্যগণ ১ মাসব্যাপী তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ২০ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

সেনাসদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আর্টিলারি বিভাগের প্রধান, সামরিক কমান্ডার, টেকনিক্যাল বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মকর্তাগণ তাদের বক্তব্যে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য তাঁরা সেনাদের প্রতি নসিহত প্রদান করেন।

অপরদিকে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আর্টিলারি প্রশিক্ষণ লাভকারী সেনাসদস্যবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mr2r2zy2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার দাইকুন্দি প্রদেশে মার্বেল খনির ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে বছরের প্রথম তুষারপাত: কৃষকদের জন্য নতুন আশার আলো