কাবুলে পাইকারি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণের কারণে ২২ লক্ষ ডলারের ক্ষয়ক্ষতি রোধ

0
2

আফগানিস্তানের রাজধানী কাবুলে মান্দাওই এলাকায় পাইকারি মার্কেটে ছড়িয়ে পড়া আগুন সফলভাবে নির্বাপণ করেছেন ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্গত অগ্নিনির্বাপক ও জরুরি বিভাগের কর্মীগণ।

মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ বলেন, ছড়িয়ে পড়া আগুনে ১০টি গুদাম ও ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ ডলার। তবে অগ্নিনির্বাপক কর্মীদের সময়োপযোগী পদক্ষেপের ফলে প্রায় ২২ লক্ষ ডলার মূল্যের সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। স্থানীয় দোকানিদের মতে, ২১ ডিসেম্বর ভোর ৪টার দিকে এই দুর্ঘটনার সূত্রপাত ঘটে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yueyc7wt
2. https://tinyurl.com/muvfue2v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে আফ্রিকান কর্পস ও জান্তা বাহিনীর কনভয়ে জেএনআইএম মুজাহিদদের হামলা
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে অন্তত ৪০০ ফিলিস্তিনি শহীদ করেছে ইসরায়েল