যুদ্ধবিরতির মধ্যেই ৪১১ জন ফিলিস্তিনিকে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল

0
11

১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে বর্বর ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৪১১ ফিলিস্তিনি শহীদ এবং ১১১২ জন আহত হয়েছে। ২২ ডিসেম্বর, সোমবার গাজা সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

মিডিয়া অফিসের প্রতিবেদনে বলা হয়েছে,  গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরায়েল এ পর্যন্ত ৮৭৫ বার যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের উপর ২৬৫ বার সরাসরি গুলি চালানো, আবাসিক এলাকায় ৪৯ বার সামরিক অভিযান, ৪২১ বার বিমান হামলা এবং ১৫০টি বাড়িঘর ধ্বংসের ঘটনা।

সন্ত্রাসী ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও ভায়াবহ লঙ্ঘন করেছে। চুক্তি অনুসারে ৪২,৮০০টি ত্রানের ট্রাকের মধ্যে মাত্র ১৭,৮১৯টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ২৪৪টি ট্রাক, যেখানে চুক্তিতে ৬০০টির কথা ছিল।

জ্বালানি ট্রাকের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ। চুক্তিতে সম্মত ৩,৬৫০টি ট্রাকের মধ্যে মাত্র ৩৯৪টি প্রবেশ করেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ৫টি (চুক্তিতে ৫০টি)। ফলে হাসপাতাল, বেকারি, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে এবং বেসামরিকদের দৈনিক দুর্ভোগ বেড়েছে।

গাজার সীমান্তবর্তী ক্রসিংগুলো খুলতে অস্বীকার এবং তাঁবু ও আশ্রয়ের উপকরণ প্রবেশে বাধা দেওয়ায় গভীর মানবিক সংকট সৃষ্টি হয়েছে। দখলদার ইসরায়েলের স্বেচ্ছাচারী নীতির ফলে সাম্প্রতিক শীতকালীন ঝড়ে ৪৬টি ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে, যাতে ১৫ ফিলিস্তিনি শহীদ হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৭১,০০০ ফিলিস্তিনি শহীদ এবং ১,৭১,০০০-এর বেশি আহত হয়েছে। হতাহতের অধিকাংশই নারী এবং শিশু।


তথ্যসূত্র:
1.  411 Gazans killed, over 1,100 injured in Israeli attacks since ceasefire, media office says
– https://tinyurl.com/2nwx96w2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকান্দাহার প্রদেশে ৭৬,১৮,৫২৪ আফগানি ব্যয়ে স্কুল ভবন নির্মাণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধভিডিও || আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর কন্ঠে শুনুন পাশ্চাত্যের ব্যাপারে তাঁর বলিষ্ঠ অবস্থান…