পাঞ্জশির থেকে বাদাখশান প্রদেশ পর্যন্ত ২৯৫ কিলোমিটার রাস্তা নির্মাণ সমাপ্ত

0
3

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের পারিয়ান জেলা থেকে বাদাখশান প্রদেশের কারান ও মানজান জেলা পর্যন্ত ২৯৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঞ্জশির প্রদেশের সেনাবাহিনীর একটি ব্রিগেড ও বিভিন্ন জন উদ্যোগের সহায়তায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঞ্জশিরকে প্রতিবেশী প্রদেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার অংশ হিসেবে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটি পাঞ্জশিরের জনগণের যাতায়াত ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে এবং প্রদেশটিকে কাপিসা, তখার, বাদাখশান এবং নুরিস্তান প্রদেশের সাথে সংযুক্ত করবে।

২৯৫ কিলোমিটার দীর্ঘ ও ১০ থেকে ১২ মিটার প্রশস্ত সড়কটি কেবল পাঞ্জশির ও বাদাখশানকেই নয়, পরবর্তীতে ওয়াখান করিডোর পর্যন্ত সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বিকশিত করবে।

উল্লেখ্য, সেনাবাহিনীর এই ব্রিগেডটি বর্তমানে পাঞ্জশির থেকে নুরিস্তান প্রদেশের সাথে সংযোগকারী ২০৪ কিলোমিটার দীর্ঘ আরেকটি সড়ক নির্মাণে নিয়োজিত রয়েছে।

পাশাপাশি, কৃষি সেচের জন্য নির্মিত ১১০০ মিটার দীর্ঘ একটি খালের কাজও সম্পন্ন হয়েছে, যা অঞ্চলটির কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই সকল প্রকল্প ইমারাতে ইসলামিয়া সরকারের আঞ্চলিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গৃহীত বহুমুখী প্রচেষ্টারই অংশ।


তথ্যসূত্র:
1. Construction of 295-Kilometer Road completed in Panjshir
– https://tinyurl.com/b7f2h65y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবের পর ভারতে ভিসা সার্ভিস বন্ধ
পরবর্তী নিবন্ধকুশ তেপা ও দরযাব জেলায় বিদ্যুৎ সরবরাহে ১.৮৮৬ বিলিয়ন আফগানি মূল্যের চুক্তি সাক্ষর