
আফগান ভূখণ্ডে পাকিস্তান সামরিক বাহিনীর হামলার নিন্দা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের বিশিষ্ট ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান। আফগান ভূখণ্ডে পাক বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিত থাকার দাবির উপর ভিত্তি করে এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে তিনি অন্যায্য বলে উল্লেখ করেছেন।
‘পাকিস্তানি উম্মাহ ঐক্য’ শিরোনামে আলেম-ওলামাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন, এই সময় আফগান সংশ্লিষ্ট ইস্যুতে পাকিস্তানের নিরাপত্তা পদ্ধতির তিনি সমালোচনা করেছেন।
সামরিক কর্মকাণ্ড পরিহার করে সংলাপ ও রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ সমাধানে তিনি দুই দেশের প্রতি আহ্বান জানান।
তিনি পাক-আফগান সীমান্ত সমস্যায় পাকিস্তান সামরিক নেতৃত্বের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে হামলা কোন যুক্তিতে ন্যায়সঙ্গত, যখন পাকিস্তানের অভ্যন্তরে একই ধরনের যুক্তি দেখিয়ে ভারতের হামলা চালালে তা পাক প্রশাসন অস্বীকার করেন।
তিনি আরও বলেন, কাবুলে হামলা চালানোর পাকিস্তানের উত্থাপিত যুক্তি হল, সেখানে পাক বিদ্রোহী গোষ্ঠী উপস্থিত রয়েছে। আবার একই যুক্তি দিয়ে ভারতও পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। কিন্তু সেক্ষেত্রে পাক প্রশাসন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়।
ফজলুর রহমান সতর্ক করে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অব্যাহত উত্তেজনা কোনও দেশের জন্য কল্যাণকর না, তা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। তিনি জোর দিয়ে বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার একমাত্র টেকসই সমাধান হচ্ছে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক বোঝাপড়া।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdec346w


