কাবুল-কান্দাহার মহাসড়কে ৫৬ মিটার দৈর্ঘ্যের নতুন সেতুর উদ্বোধন

0
8

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয় কাবুল-কান্দাহার মহাসড়কে অবস্থিত দুই লেন বিশিষ্ট ৫৬ মিটার দৈর্ঘ্যের একটি সেতুটির নির্মান কাজ সফলভাবে সম্পন্ন করেছে। ৬ কোটি আফগানি ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি উদ্বোধন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের কারিগরি বিভাগের উপপ্রধান মৌলভী আব্দুল করীম ফাতেহ হাফিযাহুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল করীম ফাতেহ হাফিযাহুল্লাহ বলেন, “এখন পূর্বের যেকোনো সময়ের তুলনায় অত্যাবশ্যকীয় প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। সকল জাতীয় উন্নয়ন প্রকল্পে এখন গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট থেকে অর্থায়ন করা হচ্ছে, যার ফলে দুর্নীতি, প্রতারণা ও চুরির পথ রুদ্ধ হয়েছে।” তিনি আরও জানান, কাবুল-গাজনি মহাসড়কের দ্বিতীয় লেনের নির্মাণকাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রথম ও শেষ অংশে ৩২ কিলোমিটারেরও বেশি সড়কের কার্পেটিং সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ আগামী বছরের মধ্যেই শেষ হবে ইনশাআল্লাহ।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আশরাফ হাফিযাহুল্লাহ বলেন, এই সেতুটির দৈর্ঘ্য ৫৬ মিটার ও প্রস্থ ১৩.৫ মিটার। এর মধ্যে ১১ মিটার যানবাহন চলাচলের জন্য এবং ২.৫ মিটার পথচারী পারাপারের জন্য বরাদ্দ রয়েছে। সেতুটি নির্মাণে সময় লেগেছে ৯ মাস। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কারিগরি পরিচালকবৃন্দ, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধানগণ, মিডিয়া প্রতিনিধি ও স্থানীয় গোত্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে উপকারভোগী স্থানীয় জনগণ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। কেননা পরিবহন জনিত সমস্যা পূর্বের তুলনায় বহুলাংশে দূর হবে বলে জনগণ অত্যন্ত আশাবাদী।


তথ্যসূত্র:
1. Construction of Company Bridge on Kabul-Kandahar Highway Completed
– https://tinyurl.com/5xa4sx36

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে, পক্ষান্তরে অনেক দেশে পুলিশকে জনগণ অনিরাপদ মনে করে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধডুরান্ড লাইন এলাকায় দায়েশ সদস্যের গ্রেপ্তার ইমারাতে ইসলামিয়ার পূর্বেকার দাবিকে সত্যায়ন করেছে: ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র