
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া, প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের ধারাবাহিক অভিযান ও অগ্রগতির ফলে দেশটির রাজধানী মোগাদিশুতে সীমাবদ্ধ হয়ে পড়েছে পশ্চিমা সমর্থিত হাসান শেখের প্রশাসন। এমন পরিস্থিতিতেই মোগাদিশুতে জাল নির্বাচন করছে হাসান শেখ।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিমা বিশ্ব ও আন্তর্জাতিক জোটের সমর্থিত হাসান শেখের সরকার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কয়েকটি জেলায় নির্বাচনের আয়োজন করেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর মাত্র ১৬টি স্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব স্কুলে সম্মিলিত লোকসমাগমের ধারণক্ষমতা প্রায় ১৬,০০০ জনের, যা রাজধানীর ৯০০,০০০ নিবন্ধিত ভোটারের মাত্র ১.৭%।
আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, “যাই বলা হোক না কেন, এটি কোনভাবেই গণতান্ত্রিক ম্যান্ডেট নয় বরং হাসান শেখের পরিচালিত একটি অনুশীলন মাত্র”।
অপরদিকে আশ-শাবাব মুজাহিদিনরা ইতিমধ্যে, রাজধানী মোগাদিশু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় শহর সিল মাকানের দিকে অগ্রসর হচ্ছে। আশ-শাবাব হাজার হাজার যোদ্ধাকে রাজধানীর উপকন্ঠে একত্রিত করছে এবং রাজধানীর উপর চাপ আরও জোরদার করছে।
আঞ্চলিক বিশ্লেষকরা আরও বলছেন- মোগাদিশু প্রশাসন যখন আলোকপাতের জন্য ভোটের আয়োজন করছে, তখন আশ-শাবাব একের পর এক অঞ্চল নিয়ন্ত্রণে নিচ্ছেন। অর্থাৎ মোগাদিশুতে কাগজে কলমে নির্বাচন হচ্ছে আর মাঠে আশ-শাবাব মুজাহিদিনরা বিজয়ের ইতিহাস রচনা করছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4ukrha4h


