
আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা জামা’আত আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদরা ইয়েমেনে শত্রু বাহিনীর বিরুদ্ধে তাদের সামরিক অপারেশন অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় দলটির মুজাহিদিনরা গত ২৩শে ডিসেম্বর মঙ্গলবার, ইয়েমেনের আবিয়ান রাজ্যে একটি সফল অভিযান পরিচালনা করেছেন।
আল-মালাহিম মিডিয়ার তথ্যসূত্রে জানা গেছে, আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা উক্ত অভিযানটি রাজ্যের লাওদার এলাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত মিলিশিয়া বাহিনীর ‘আল-ফায়াদ’ নামক একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে পরিচালনা করেছেন। মুজাহিদদের উক্ত ড্রোন হামলার ফলে শত্রু বাহিনীর অন্তত ৩ মিলিশিয়া সদস্য হতাহতের শিকার হয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/5t378s28


