
দীর্ঘ যুদ্ধ-বিগ্রহের পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে। এই প্রেক্ষাপটে দেশে ফিরে আসা শরণার্থী হাজারো পরিবারের স্থায়ী বসতি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারে পরিণত হয়েছে।
এসব পরিবার কেবল আবাসনই নয়, বরং মর্যাদাপূর্ণ জীবন-যাপন, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা কামনা করছে। এই চাহিদা পূরণে ইমারাতে ইসলামিয়ার আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয় বিভিন্ন প্রদেশে গড়ে তুলছে মানসম্মত আবাসন নগরী, যাতে প্রত্যাবর্তনকারী নাগরিকগণ প্রয়োজনীয় অবকাঠামো ও সেবা পেয়ে টেকসই ও সম্মানজনক বসতি স্থাপন করতে পারেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশব্যাপী ১৫টি আবাসিক নগরীতে অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্কের নির্মাণ, সমতলকরণ ও গ্রাভেল সড়ক তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। চলমান এই উন্নয়ন প্রক্রিয়াকে মন্ত্রণালয় কয়েকটি প্রধান কারিগরি ধাপে বিভক্ত করেছে। এগুলোর মধ্যে রয়েছে জমি চিহ্নিতকরণ ও আইনী যাচাই, প্রযুক্তিগত ও ভূপৃষ্ঠ সমীক্ষা, বিস্তারিত মাস্টার প্ল্যান প্রণয়ন এবং পরবর্তীতে মৌলিক অবকাঠামো নির্মান।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪১টি আবাসিক নগরী আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে। এরমধ্যে ৩৪টি নগরীর ভূপৃষ্ঠ সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি সাতটির সমীক্ষা কাজ চলমান রয়েছে।
বর্তমানে ১৩টি নগরীতে সক্রিয়ভাবে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে এবং তিনটি নগরীতে নির্মান কাজ সম্পন্ন হয়েছে। বিশেষভাবে পাকতিয়া প্রদেশের রাবাত অভিবাসী নগরী, বামিয়ান প্রদেশের কেলায়ে আযদার নগরী এবং কান্দাহার প্রদেশের দামান জেলার অভিবাসী নগরীতে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সকল অবকাঠামো নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এছাড়া, কান্দাহার প্রদেশের তাখতা পুল ও ঝেড়াই জেলা, হেলমন্দ প্রদেশের ওয়াশির জেলা এবং কুন্দুজ প্রদেশের দাশত-এ-আর্চি ও চাহারদারা জেলার খাজা কাফতার নগরীসমূহে অবকাঠামো নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
একইভাবে, উরুজগান প্রদেশের তারিনকোট, কুনার প্রদেশের খাস কুনার জেলা, ফারিয়াব প্রদেশের দৌলতাবাদ জেলা, হেরাত ও যাবুল প্রদেশের কেন্দ্রীয় অঞ্চল, লাঘমান প্রদেশের শামকোট নগরী, নঙ্গারহার প্রদেশের রোদাত ও বেহসুদ জেলা এবং বালখ প্রদেশের নাহরেশাহী জেলায় প্রত্যাবর্তনকারী নগরীসমূহে প্রকল্পের কাজ দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে।
তথ্যসূত্র:
1. A Major Step Toward Permanent Settlement for Returning Migrants
– https://tinyurl.com/54e8axkk


