
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল প্রদেশের মীর বাচা কোট জেলার খারোতি গ্রামে ঔষধ শিল্প পার্কের ভূমি জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য নির্ধারিত ভূমির সীমানা নির্ধারণের কাজে অংশ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকৌশলীবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ। এটি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
কাবুল প্রাদেশিক ভূমি অধিদপ্তর এবং ক্যাডাস্টার বিভাগের প্রকৌশলীগণ এই জরিপ কার্যক্রম পরিচালনা করছেন। এতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের খাদ্য ও ঔষধ বিষয়ক উপমন্ত্রী মৌলভী হামদুল্লাহ যাহিদ হাফিযাহুল্লাহ, কাবুল প্রদেশের গভর্নর মৌলভী আমিনুল্লাহ ওবায়েদ হাফিযাহুল্লাহ এবং স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
এই ঔষধ শিল্প পার্ক মোট ১,১১৬.৮৯ জেরিব (প্রায় ২২৩ একর) ভূমির উপর নির্মান করা হবে। প্রকল্পটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অনুমোদন লাভ করে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। আঠারো বছরের দীর্ঘ বিলম্বের পর এখন প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে।
এই ঔষধ শিল্প পার্কের বাস্তবায়ন ইমারাতে ইসলামিয়ার অধীনে দেশের স্বনির্ভরতা বৃদ্ধি এবং জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘ প্রতীক্ষার পর এর কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলে আশাবাদী যে, এটি শীঘ্রই পূর্ণতা লাভ করবে এবং দেশের উন্নয়ন যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।
তথ্যসূত্র:
1. Land demarcation begins for pharmaceutical industrial park in Kabul
– https://tinyurl.com/47v3275a


