চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পানির পাইপ দিয়ে মাদক ঢুকাচ্ছে ভারত

0
9

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পানি দেওয়ার প্লাস্টিকের পাইপের ভেতর দিয়ে চকো প্লাস মাদক ঢুকাচ্ছে ভারত।

২৭ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে উপজেলার আজমতপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ থেকে ১২৩ বোতল চকো প্লাস মাদক উদ্ধার করা হয়।

পরদিন রোববার সকালে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা।

পরে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/mr45z6db

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
পরবর্তী নিবন্ধওসমান হাদির হত্যাকারীদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ